ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিছু সময় পর পর যানবাহনের চাপ বাড়লেও যানবাহন থেমে নেই।
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো কোনো এলাকায় সড়ক কিছুটা ফাঁকা দেখা গেছে। যানবাহনের চাপ নেই। ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিছু সময় পর পর যানবাহনের চাপ বাড়লেও যানবাহন থেমে নেই।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহন চলাচল স্বভাবিক রয়েছে। নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মাঝেমধ্যে যানবাহনের চাপ বাড়ছে। ফলে চন্দ্রা অংশে গাড়ি ধীর গতিতে চলছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার পুষ্পদাম রিসোর্ট থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে।
মাস্টারবাড়ী এলাকায় সড়ক পারাপার ও সড়কে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করায় কোনো কোনো সময় যানজট লেগে যাচ্ছে। একই কারণে নয়নপুর বাজার থেকে জৈনা বাজার পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews