টিসিবির জন্য কেনা হচ্ছে চিনি ও সয়াবিন তেল
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার টন চিনি ও এক কোটি ১০ লাখ টন সয়াবিন তেল কিনবে সরকার
প্রথম নিউজ, ঢাকা : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার টন চিনি ও এক কোটি ১০ লাখ টন সয়াবিন তেল কিনবে সরকার। এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (০৯ মে) দুপুর ২টার দিকে ক্রয় কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।
অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে। চিনি কিনতে ব্যয় হবে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে সরকারের ব্যয় হবে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।