টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর রাইডার্স
চলতি বিপিএলে এই প্রথম মুখোমুখি হলো রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটর্স। পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে অবস্থান করছে ঢাকা
প্রথম নিউজ, ডেস্ক : চলতি বিপিএলে এই প্রথম মুখোমুখি হলো রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটর্স। পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে অবস্থান করছে ঢাকা। আজ যদি জিততে না পারে তাহলে আর সম্ভাবনা হয়তো তাদের থাকবে না। অর্থ্যাৎ, দ্বিতীয় রাউন্ডে ওঠা খুব কঠিন হয়ে যাবে নাসির হোসেনের দলের জন্য।
অন্যদিকে প্লে অফে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। আজ জিততে পারলে তৃতীয় স্থানে উঠে যাওয়ারও সুযোগ রয়েছে হয়তো।
এমন সমীকরণ সামনে রেখে শুরুতেই ভাগ্যের জয় হলো সোহানের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জিতলেন রংপুর অধিনায়ক। টস জিতেই ঢাকার অধিনায়ক নাসির হোসেনকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, সালমান ইরশাদ, মিজানুর রহমান, উসমান গনি, তাসকিন আহমেদ, আমির হামজা, আল আমিন হোসেন।
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: