ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ অ্যাম্পুল উদ্ধার, গ্রেফতার ১

আজ রোববার সকালে গ্রেফতার ফারুকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্রেনে তল্লাশি চালিয়ে ৪০ অ্যাম্পুল উদ্ধার, গ্রেফতার ১

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪০পিচ নেশার অ্যাম্পুল ইনজেকশনসহ ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

আজ রোববার সকালে গ্রেফতার ফারুকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস সান্তাহার জংশনে পৌঁছলে ‘চ’ নম্বর বগিতে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী বেশে থাকা মাদক কারবারি ফারুককে তল্লাশি করলে তার বাম পায়ের উপরের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০পিচ অ্যাম্পুল পাওয়া যায়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গ্রেফতার ফারুকের বিরুদ্ধে আগে মাদক, চুরিসহ তিনটি মামলা রয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom