ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার বেলকুচি উপজেলা পরিষদের আগমনী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন উপজেলার নিশিবয়ড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং বেলকুচি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহতরা হলেন-একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাতে মোটরসাইকেলযোগে তিনজন উপজেলার মুকুন্দগাতী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনাস্থানে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: