টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা, নিহত ৪
ধনবাড়ী-জামালপুর মহাসড়কের নল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত ১২টা ৪০ মিনিটে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী-জামালপুর মহাসড়কের নল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪ জন হলেন, জামালপুর সদর উপজেলার রামদেবপুর গ্রামের মৃদুল (১৫), হাসান (১৯) ও সাইদুল (২২) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতি পলাশ গ্রামের বাবুল কর্মকার (৫০)।
ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আলতাফ হোসেন জানান, একটি যাত্রীবাহী মিনিবাস ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ২ জনকে উদ্ধার করে ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেয়ার পর আহত ২ জনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews