টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে রাসেল মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল একই এলাকার জব্দুল হকের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতে মধ্যেই টিউবওয়েল থেকে পানি আনতে বের হন রাসেল। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি রাসেলকে মৃত ঘোষণা করেন।
মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রাসেল নামে এক যুবক মারা গেছেন। মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়ি যাই এবং তার পরিবারকে সমবেদনা জানাই।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমাদের জানিয়েছেন।