ঝুঁকি নিতে রাজি নয় ভারত, পূর্ব লাদাখে ৬৮ হাজার সেনা মোতায়েন

সোমবার সেই পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসুং থেকে ভারত ও চীন সেনা অপসারণ নিয়ে বৈঠক।

ঝুঁকি নিতে রাজি নয় ভারত, পূর্ব লাদাখে ৬৮ হাজার সেনা মোতায়েন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২০২০ সালের দুঃস্বপ্নের স্মৃতি ভারত ভোলেনি। ভোলেনি গালওয়ানে চীনের পিপলস লিবারেশন আর্মির তাণ্ডবের কথা। ২০ জন অফিসার- জওয়ানকে হারাতে হয়েছিল ভারতকে। সোমবার সেই পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসুং থেকে ভারত ও চীন সেনা অপসারণ নিয়ে বৈঠক। মিলিটারি পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলেই পিপলস লিবারেশন আর্মি পূর্ব লাদাখে আক্রমণ হানতে পারে এই অনুমান করে ভারত কোনো ঝুঁকি নেয়নি। পূর্ব লাদাখের সীমান্ত সংলগ্ন এলাকায় রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি। ৬৮ হাজার জওয়ানকে বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব লাদাখে। ৯০টি ট্যাংকের সমাবেশ করা হয়েছে। ৩৩০টি সাজোয়া গাড়ি তৈরি রাখা হয়েছে। লাইন অফ আকচুয়াল কন্ট্রোল এর তিন হাজার ৪৮৮ কিলোমিটারের সবটাকেই যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

বফোর্স কামান, হাউৎজার কামান, কে নাইন বজ্র ক্ষেপণাস্ত্র তৈরি। ইন্ডিয়ান এয়ার ফোর্স আকাশপথ পাহারা দিচ্ছে। পূর্ব লাদাখ এর আকাশে উড়ছে সুখই, রাফাল কিংবা মিগ-২৯ যুদ্ধ বিমান। তৈরি রাখা হচ্ছে ইসরায়েল থেকে আনা বিশেষ ড্রোনগুলিকেও। চীনের পিপলস লিবারেশন আর্মি এবার আক্রমণ করলে পাল্টা জবাব দেয়ার জন্য তৈরি ভারতীয় ফৌজ- ভূমিতে এবং আকাশে। এবার তারা সেই ভুল করতে চায় না যা তারা করেছিল ২০২০ সালে।