জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সৌরভ হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন ক্ষেতলাল উপজেলার আটিদাশড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সৌরভ বিনাই গ্রামে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করছিলেন। অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের পাশে গরুর সেডে বৈদ্যুতিক সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।