জার্মানিতে ছুরিকাঘাতে নিহত ২ আহত ৫

জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলার এ ঘটনা ঘটে।

জার্মানিতে ছুরিকাঘাতে নিহত ২ আহত ৫
জার্মানিতে ছুরিকাঘাতে নিহত ২

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে বুধবার ছুরি হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলার এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অবশ্য প্রাথমিকভাবে এ হামলায় কতজন আহত হয়েছেন বা কতজনের অবস্থা গুরুতর, সে তথ্য জানা যায়নি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় পাঁচজন আহত হয়েছেন। আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলাকারীর উদ্দেশ্য বের করার চেষ্টা করছে।

জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।

এর আগে ড্রেসডেনে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ২০২১ সালের মে মাসে সিরিয়ার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ডিসেম্বরেও ট্রেনে ছুরি হামলায় চারজনকে আহত করার ঘটনায় সিরীয় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড দেন জার্মানির আদালত। ২০২১ সালের এক ছুরি হামলায় তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোমলিয়ার এক ব্যক্তিকে মানসিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন জার্মানির আদালত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: