জামালপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
প্রথম নিউজ.জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার ৩০মে দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় এ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গরিব মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
স্থানীয় ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে সভায় জেলা মহিলা দলের সাবেক কোষাধ্যক্ষ মাসুমা আরমিন মিতু, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জোর করে ক্ষমতায় থাকা এই অবৈধ আওয়ামীলীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেরর মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে ৫শতাধিক মানুষেরমাঝে খাদ্য বিতরণ কর াহয়, এছাড়াও শহরের ২শ পয়েন্টে খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার ৭টি উপজেলাতে বিএনপি নেতৃবৃন্দ গরীব মানুষের মাঝে খাবার বিতরন করেছেন।