জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি কার্যকর: বাইডেন

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাস যদি আজ ১২৮ জিম্মিকে মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব।

জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি কার্যকর: বাইডেন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জিম্মিদের মুক্তি দিলেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাস যদি আজ ১২৮ জিম্মিকে মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। এ বিষয়ে ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। তারা বলেছেন, গাজা যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। হামাস জিম্মিদের ছেড়ে দিলেই গাজায় ইসরাইল অভিযানের ইতি টানবে এবং সাথে সাথেই আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।

গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ জন ইসরাইলি। সেই সঙ্গে জিম্মি হিসেবে আটক হয় আরও ২৪০ জন। মাঝে সাময়িক যুদ্ধবিরতির চুক্তিতে বেশ কয়েকজন জিম্মিকে ছেড়ে দেয় হামাস। তবে হামাসের হাতে এখনও ১২৮ জন জিম্মি বন্দি রয়েছেন। এদেরকে হামাস মুক্তি দিলেই গাজায় হামলা বন্ধের কথা জানিয়েছে ইসরাইল।