গাজার জাবালিয়ায় ইসরাইলের ব্যাপক বোমা হামলা
হামাসকে নির্মুলের ঘোষণা দিয়ে নতুন করে ওই এলাকায় স্থল অভিযান শুরুর পর এই হামলা চালিয়েছে তেল আবিবের বাহিনী।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: উত্তর গাজার জাবালিয়া শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে ওই এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা দেওয়ার পর সেখানে এই বোমলা হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। খবরে বলা হয়েছে, গাজার উত্তরের শহর জাবালিয়ার ভূখণ্ডে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তাদের বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাসকে নির্মুলের ঘোষণা দিয়ে নতুন করে ওই এলাকায় স্থল অভিযান শুরুর পর এই হামলা চালিয়েছে তেল আবিবের বাহিনী।
সপ্তাহান্তে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণের শহর রাফায় স্থল হামলার হুঁশিয়ারি দেয়ায় বারবার তাদেরকে সতর্ক করেছে জাতিসংঘ। রাফায় স্থল হামলা চালালে অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ওদিকে শনিবার জিম্মিদের দ্রুত ফেরত পেতে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে ইসরাইলের হাজার হাজার জনগণ। জিম্মি মুক্তির ইস্যুতে নেতানিয়াহু ব্যর্থ বলে মনে করছেন সেখানকার মানুষ। এতে বৈশ্বিক চাপের সাথে সাথে নিজ দেশেও জনরোষে পড়েছেন নেতানিয়াহু।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজার ৯৭১ ফিলিস্তিনি। যাদের অর্ধেকের বেশি নারী এবং শিশু। এছাড়া তেল আবিবের নৃশংস হামলায় আহত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ।