জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চৌকিতে গোলাগুলি, সেনাসহ নিহত ৫
জম্মু-কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতের তিন সেনা নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : জম্মু-কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তবে এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের দুই সদস্যও নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
জানা গেছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েক জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা আত্মঘাতী দলের সদস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।
২০১৬ সালের ২ জানুয়ারি দেশটির পাঞ্জাবের পাঠানকোট সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় বিচ্ছিন্নতাবদীরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলতে থাকা লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। সে সময় নিহত হয় ৬ হামলাকারীও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews