জ্বালানি সচিব নূরুল আলমকে ওএসডি করে নতুন সচিব নিয়োগ
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়াও, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনিরুল হুদাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।