জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, কেন বললেন পরিণীতি?
বিয়ের এক বছর না যেতেই একটু অভিমানের সুরে স্বামীকে নিয়ে অভিযোগ তুললেন এই অভিনেত্রী। তিনি বলেন, ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গতবছরের সেপ্টম্বরে পাঞ্জাবি রীতি মেনে রাজকীয়ভাবে বিয়ে করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। রাঘবকে বিয়ে করে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী। কারণ এর আগে অনেক তারকাই খেলোয়াড় বা শোবিজ অঙ্গনের কাউকে বিয়ে করেছেন শোনা গেলেও রাজনীতিবিদকে বিয়ের ঘটনা কমই ঘটেছে বলিউডে। তবে বিয়ের এক বছর না যেতেই একটু অভিমানের সুরে স্বামীকে নিয়ে অভিযোগ তুললেন এই অভিনেত্রী। তিনি বলেন, ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ। রাঘব বিনোদন জগতের কিছুই জানে না। গান তাও একটু-আধটু শোনে। কিন্তু সেটা আমার ছবির কোনো গান কিনা তা ওকে জিজ্ঞাসা করলে ও বলতেই পারবে না। পরিণীতি জানান, মনে মনে কষ্ট থাকলেও রাঘবের উপর কোনো রাগ নেই তার। এদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘চমকিলা’য় অভিনয় করে আবারো আলোচনায় এলেন তিনি।
তবে সকলের প্রশংসায় পঞ্চমুখ হলেও মন ভালো নেই পরিণীতির। এ বিষয়ে তিনি বলেন, জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ক্যারিয়ারের শুরুতেই লোকের প্রচুর ভুল কথা শুনেছি! লোকে বলতো, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।