জাতিসংঘের সামনে বিপ্লবের প্রতিবাদ

জাতিসংঘের সামনে বিপ্লবের প্রতিবাদ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব। সেখানে কাজ করার পাশাপাশি সংগীত নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এদিকে দেশে থাকতেও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ করতে দেখা গেছে এ তারকাকে। এবার যুক্তরাষ্ট্রেও তাকে পাওয়া গেল একই রূপে। কোটা আন্দোলনে নিহতদের বিচার ও শিক্ষার্থীদের দাবির পক্ষে সরব হয়েছেন বিপ্লব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গানে-কথায় প্রতিবাদ জানাচ্ছেন। এরইমধ্যে নিজের ‘মরলে শহীদ বাঁচলে গাজী’ গানটি নতুন করে গেয়েছেন। পাশাপাশি বিভিন্ন পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাচ্ছেন। শুধু তাই নয়, গানে গানে এবার নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ জানালেন এ ব্যান্ড তারকা। প্রবাসী বাঙালিরা বুধবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে জাতিসংঘের সামনে। 

সেখানে অংশ নেন বিপ্লব। চিরচেনা ভঙ্গিমায় ‘মরলে শহীদ বাঁচলে গাজী’ গানটি পরিবেশন করেন তিনি। তার সঙ্গে এ গানে সুর মিলিয়েছেন শত শত প্রবাসী বাঙালি। বিপ্লব মানবজমিনকে বলেন, মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা সবার উচিত। সে জায়গা থেকে আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি। শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে শুধু দেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাঙালিরাও রয়েছে। আর যেন তাদের ওপর জুলুম-অত্যাচার না হয়, তাদের ন্যায্য ৯ দফা দাবি যেন মেনে নেয়া হয় সেজন্যই আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছি।