ছড়িয়ে পড়া ভিডিও ‘সুপার এডিট’ বললেন সৈয়দপুরের মেয়র রাফিকা
শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
প্রথম নিউজ, নীলফামারী: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের ভিডিওকে সুপার এডিট বললেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সুপার এডিট করে বানানো আমার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এ কাল্পনিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ব এবং বাকরুদ্ধ।
আমার স্বামীর মৃত্যুর পর বিগত পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করি। দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত রাজনীতির কূটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সব ষড়যন্ত্র মোকাবিলা করে চলছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে একাধিক অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।
তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সেজন্য আমার শত্রুরা উঠে-পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সেজন্য সমাজের চোখে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এর আগেও এমন ছবি পোস্ট করা হয়েছে কেন ব্যবস্থা নেননি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি একটু দেখতে চেয়েছিলাম৷ ভেবেছিলাম তারা নোংরামি বন্ধ করবে। অনেক কিছু ভেবে চুপ ছিলাম। তবে তারা আমার নামে অপপ্রচার চালানোর চেষ্টা বাড়ালে আমি প্রতিবাদ জানাতে বাধ্য হই। আইনি ব্যবস্থা নিচ্ছি।