ছেলে উধাও কোটি টাকা নিয়ে, দেনার চাপে পিতার আত্মহত্যা

গতকাল সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রাম থেকে বাবা নির্মল দাস (৫৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ছেলে উধাও কোটি টাকা নিয়ে, দেনার চাপে পিতার আত্মহত্যা

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: শ্রীনগরে স্বর্ণালংকারের বন্ধকী ব্যবসার প্রায় কোটি টাকা নিয়ে ১৩ দিন ধরে উধাও ছেলে। ছেলের পাওনাদারদের চাপ ও অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা। গতকাল সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রাম থেকে বাবা নির্মল দাস (৫৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল দাস উপজেলার বাড়ৈগাঁও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে তার ছেলে সাগর দাস স্বর্ণালংকার তৈরি ও বন্ধকী ব্যবসা করতো। সম্প্রতি সাগর দাস ওই এলাকার বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রেখে তা শ্রীনগর বাজারের সুদের মহাজনদের কাছে দ্বিগুণ টাকায় বন্ধক রেখে তা নিজের কাছে রেখে দেয়।

কয়েকদিন আগে স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকরা সাগর দাসের কাছে টাকা ফেরত দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে সাগর গাঢাকা দেয়। বিষয়টি নিয়ে পাওনাদাররা শনিবার বিকালে সাগর দাসের বাবা নির্মল দাসের ওপর চাপ সৃষ্টি করে এবং তাকে অপমান অপদস্থ করে। নির্মল দাস বাড়িতে ফিরে রাতের কোনো এক সময়ে আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় ইউডি মামলা হয়েছে।