ছাগলকে বিয়ে করলেন যুবক

বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই চার দিকে ওঠে নিন্দার ঝড়

ছাগলকে বিয়ে করলেন যুবক

প্রথম নিউজ ডেস্ক : স্বামীর নাম সাইফুল আরিফ। স্ত্রীর নাম শ্রী রাহায়ু বিন বেজো। দুজনেই ইন্দোনেশিয়ার ক্লামপক গ্রামের বাসিন্দা। তবে সাইফুল ৪৪ বছরের এক যুবক। রাহায়ু একটি ছাগল।

গাছের সঙ্গে বিয়ের কথা অনেকেই শুনেছেন। কিন্তু তাই বলে ছাগলের সঙ্গে বিয়ে! ইন্দোনেশিয়ার ওই গ্রামে এমনটাই ঘটেছে। রীতিমতো ঘটা করে এক ছাগলকে বিয়ে করেছেন সাইফুল। সেই বিয়ের ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বরের সাজে সেজেছেন সাইফুল। শালে মোড়া হয়েছে বাহায়ুকে। স্থানীয় রীতি মেনে হচ্ছে বিয়ে।তবে বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই চার দিকে ওঠে নিন্দার ঝড়। অনেকে প্রেমে পড়ে বিয়ে করেন। কেউ করেন সন্তানের আশায়। 
কিন্তু সাইফুলের এই বিয়ের কারণ কী? তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষে নিজের বিয়ের কারণ খুলে বলেন সাইফুল। ভাইরাল হতে চান যুবক। সেটিই এই বিয়ের একমাত্র উদ্দেশ্য বলে দাবি তার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom