চবি ছাত্রলীগে বঞ্চিতদের অবরোধ, ট্রেন পরিচালককে অপহরণ
এছাড়া শাটল ট্রেনের লোকমাস্টার ও ট্রেন পরিচালককে অপহরণ করে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। এতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রথম নিউজ, চবি: কমিটি পুনঃগঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পদবঞ্চিতরা। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর থেকেই পদবঞ্চিতরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীরা জানান, রাত ২টার দিকে ক্যাম্পাসের ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিতরা। সকালে এ রির্পোট লেখা পর্যন্ত ফটকে তালা দিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিল তারা। ফলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক বাসও বের হতে পারেনি। এছাড়া শাটল ট্রেনের লোকমাস্টার ও ট্রেন পরিচালককে অপহরণ করে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। এতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। দুই সদস্যের কমিটি দেওয়ার ৩ বছর ১৬ দিন পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews