চীনের ঋণের ফাঁদ অমূলক : রাষ্ট্রদূত

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন।

চীনের ঋণের ফাঁদ অমূলক : রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশে ঋণের ফাঁদ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনা ঋণ মাত্র ৬ শতাংশ। তাই চীনের ঋণের ফাঁদ নিয়ে যে কথাটি উঠছে, এটি অমূলক।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন।

লি জিমিং বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক অনেক ভালো। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে চীনা ঋণ অনেক কম। বাংলাদেশে শুধু চীনই ঋণ দেয় না, অনেক দেশই ঋণ দেয়। বাংলাদেশে চীনের ঋণের কোনো ফাঁদ নেই। সুতরাং এটা নিয়ে কথা উঠানো অমূলক।

তিনি বলেন, শ্রীলঙ্কায় পশ্চিমা দেশের ঋণই বেশি। সেখানে চীনা ঋণ মাত্র ১০ শতাংশ। চীনা বাজারে বাংলাদেশি পণ্য ৯৮ শতাংশ শুল্ক সুবিধা পাচ্ছে। আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও বাড়বে বলে আমি আশা করছি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom