চান্দিনায় এলডিপির সমাবেশে ধাওয়া, ছাত্রলীগের ২ জন গুলিবিদ্ধ
এই ঘটনার পর রেদোয়ান আহমেদকে পিস্তলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় একটি কলেজে এলডিপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশে ধাওয়া করতে গিয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনটির ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর রেদোয়ান আহমেদকে পিস্তলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল ২ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটানাটি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী জনি (২৭) ও নাজমুলকে (২৮) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফ জানান, আহত ২ জনকে জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনায় এলডিপি মহাসচিবের নামে প্রতিষ্ঠিত ড. রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এলডিপি আজ সোমবার ঈদ পুনর্মিলনী সমাবেশ আয়োজন করেছিল। একই সময়ে সেখানে সমাবেশ ডাকে ছাত্রলীগ। বেলা পৌনে ৩টার দিকে রেদোয়ান আহমেদ কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িকে ধাওয়া করেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, রেদোয়ান আহমেদ নিজেই গাড়ির ভেতর থেকে গুলি করেছেন। এই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় রেদোয়ান আহমেদকে পিস্তলসহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হবে।