চাঁদপুরে ইলিশের জালসহ ১০০ জেলে আটক
প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরে পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১০০ জেলেকে আটক করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় এসব অভিযান চালায় নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরে ছয়টি থানা ও ফাঁড়ি পৃথক এলাকা থেকে মোট দুই কোটি ৩৩ লাখ ৩৩ হাজার মিটার জাল, ৪৪৭ কেজি ইলিশ ও ৪২টি মাছ ধরার জেলে নৌকা জব্দ করে নৌ পুলিশ। এতে চারটি মামলায় ৩১জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, ২০ অক্টোবর সকাল থেকে ২১ অক্টোবর সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।