চাঁদে জমি রয়েছে শাহরুখ-সুশান্তের, এক একরের দাম কত?
প্রথম নিউজ, ডেস্ক : দিন কয়েক আগেই চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩। এর মধ্য দিয়ে প্রথমবাররের মতো চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর ইতিহাস তৈরি করলো ভারত।
চাঁদ নিয়ে কত মানুষের মধ্যে কত কল্পনা, কত স্বপ্ন, সব যেন চোখের সামনে তুলে ধরল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
তবে চাঁদের মাটিতে সফলভাবে চন্দ্রযান-৩ অবতরণের আগেই নিজেদের স্বপ্নপূরণে চাঁদে জমি কিনেছেন পৃথিবীর অনেকে। যাদের মধ্যে রয়েছেন বলিউড তারকারাও।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে বলিউডের কিং শাহরুখ খান, তাদের নামেও জমি কেনা রয়েছে চাঁদে। শাহরুখ কয়েক বছর আগে জানিয়েছিলেন, তার ৫২তম জন্মদিনে অস্ট্রেলিয়ার এক অনুরাগী তাকে চাঁদে জমি কিনে উপহার দিয়েছিলেন।
আরও পড়ুন- শাহরুখের গোপন কথা ‘ফাঁস’ করলেন বিদ্যা বালান
কিন্তু চাঁদের মাটিতে জমির দাম কত? ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি হল নামের দু’টি কোম্পানি চাঁদে জমি বিক্রি করার দাবি করেন।
তাদের থেকে অনেকেই চাঁদে জমি কিনেছেন। রিপোর্ট অনুযায়ী, চাঁদে এক একর জমির দাম ৩৭ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪ হাজার টাকা।
শাহরুখ, সুশান্তের মতো আরও অনেকেই চাঁদে নিজেদের নামে জমি কিনে রেখে দিয়েছেন এই দামে। কেউ নিজে কিনেছেন, কেউবা উপহার পেয়েছেন।