চট্টগ্রামের প্রথিতযশা চিকিৎসক ডা. এমএ তাহেরের মৃত্যু

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের প্রথিতযশা চিকিৎসক ডা. এমএ তাহের খান আর নেই। রোববার (১৬ জুলাই) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
তিনি বলেন, ডা. এমএ তাহের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়ে তিনি মস্তিষ্কে আঘাত পান। এরপর তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. এমএ তাহের খান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি বিএমএ চট্টগ্রাম শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশের প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটির (ওবিএসবি) সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। আজ (রোববার) আছরের নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।