চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত
প্রতীকী ছবি

প্রথম নিউজ, ঢাকা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীরের বিরুদ্ধে ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র‌্যাবের একটি দল ভোরে নিয়মিত টহলে গণ্ডামারা এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান, একটি এলজি, একটি ছুরি, ১১ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান নুরুল আবছার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom