চট্টগ্রাম বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সোনার বার

 চট্টগ্রাম বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সোনার বার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশরুমের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে সোনার বারগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম বলেন, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে 
একটি ফ্লাইটে আসা এক যাত্রী অবৈধভাবে আনা সোনার বার ওয়াশরুমে হাতবদল করবেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়।