চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন একটি ট্রাকের চালক ও সহকারী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার নয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম- মো. রুবেল (২৮) ও মো. আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির উপজেলার ঝিলতলা এলাকায়। একই ঘটনায় নুরুন্নবী (৬০) নামে আরেকজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোরে খাগড়াছড়ি রামগড় থেকে রাবার নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে যাচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাবারবোঝাই ট্রাকের চালক ও সহকারী মারা যান।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।