চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা ও সিএন্ডবি টেকবাজার সাইমন কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন বাঁশখাইল্যা পাড়া গ্রামের জাকির হোসেন ওরফে জাকেরের ছেলে মো. শহিদুল ইসলাম শফি (৩৫) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন খান্দগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মিজানুর রহমান ওরফে জাহাঙ্গীর (৪৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতাররা পেশাগতভাবে মোটরসাইকেল চোরচক্রের সদস্য। মোটরসাইকেল চুরির পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমে তারা অস্ত্র-গুলি ব্যবহার করে। তাদের বিরুদ্ধে চুরি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচার আইনের আরও ৬টি করে মামলা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি খাইরুল ইসলাম।