চাটখিল থানায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার জব্দকৃত গাড়ি

চাটখিল থানায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার জব্দকৃত গাড়ি

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল, সিএনজি, পিকআপ, ট্রাক, হ্যান্ড ট্রলি সহ বিভিন্ন গাড়ি জব্দ করে মামলা দায়ের করে থানায় পুলিশ হেফাজতে নিয়েছে। জব্দকৃত এসব গাড়ি দীর্ঘদিন থেকে থানায় অবহেলা আর অযত্নে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। সরজমিন চাটখিল থানায় গিয়ে দেখা যায়, থানা চত্বরের ভেতরে খোলা আকাশের নিচে পুলিশের জব্দকৃত একটি ট্রাক, একটি মাহেন্দ্র ট্রাক্টর, একটি মাইক্রোবাস, একটি পিকআপ, ২টি হ্যান্ড ট্রলি, ৫টি সিএনজি ও শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল পড়ে আছে। রৌদ-বৃষ্টিতে গাড়িগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।  এসব গাড়ি পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন হওয়ায় এবং অন্যান্য অভিযোগে জব্দ করে থানায় নিয়ে আসে। দীর্ঘ ১০ বছর থেকে থানার ভেতর গাড়িগুলো অযত্নে খোলা আকাশের নিচে পড়ে আছে। জব্দকৃত লাখ লাখ টাকার গাড়িগুলো নিলামে বিক্রি না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে দিন দিন একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে জব্দকৃত গাড়িগুলো।  চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের থানায় জব্দকৃত গাড়িগুলো পড়ে থাকার কথা স্বীকার করে বলেন, জব্দকৃত এসব গাড়ি আদালতের নিয়ন্ত্রণে। তবে আদালতে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব গাড়ি থানায় রাখা হয়েছে। আদালতের সিদ্ধান্ত না হওয়ায় এই গাড়িগুলোর বিষয়ে থানা পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।।