চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
গত ১৩ জুন রাত ‘হঠাত’ অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রথম নিউজ, ঢাকা: পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসা ফিরোজা‘য় ফেরেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম(বেগম খালেদা জিয়া) বাসায় পৌঁছেছেন। বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।
বিকাল সাড়ে ৬টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে পাজারো জীপে করে রওনা হন। তাঁর গাড়িকে ঘিরে নেতাকর্মী ঘিরে ধীর গতিতে চলতে থাকে। এরমধ্যে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা ভিজে ভিজে নেত্রীর গাড়ির সাথে ছিলো পুরোটা পথ। রাত ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে পাজারো জীপ গুলশানের ফিরোজায় পৌঁছায়।
গত ১৩ জুন রাত ‘হঠাত’ অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগেও এভারকেয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালেচিকিতসা নিতে হয়েছিল।
গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।