চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজার চকরিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ডুলহাজারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াদুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামগামী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।