চাকরির প্রথমদিনই হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই হাসপাতাল থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই হাসপাতাল থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নার্সের মা-বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাওয়ে ওই প্রাইভেট নার্সিং হোমের দেওয়াল থেকে স্থানীয় সময় শনিবার সকালে ওই নার্সের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উন্নাওয়ের অতিরিক্ত এসপি শশী শেখর সিং বলেন, নিউ জীবন হাসপাতালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ ওই নারীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার তিনজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই নার্সের প্রথম কর্মদিবস ছিল। পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা কীভাবে দেয়াল থেকে নামিয়ে আনা যায় তা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝুলন্ত অবস্থায় লাশটির ছবি তুলছেন অনেকেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews