রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের
রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই ক্ষয়ক্ষতির পরও রাশিয়ান সেনাদের আরও আক্রমণ চালানোর মতো রণসরঞ্জাম রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, অবশ্যই দখলদারদের এখনও রণসরঞ্জাম মজুদ আছে। আমাদের ভূখণ্ডে আঘাত করার জন্য তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে।কিন্তু এই যুদ্ধ ইতোমধ্যে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে, তাদের মস্কোতে কুচকাওয়াজের জন্য আরও কম সামরিক সরঞ্জাম রাখার পরিকল্পনা করতে হবে।

৯ মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মান আত্মসমর্পণের দিন স্মরণে রেড স্কোয়ারে তাদের ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজ করার পরিকল্পনা করেছে। সেই বিষয়টিই ইঙ্গিত করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতোমধ্যেই ২৩,০০০ সৈন্য হারিয়েছে। 

যদিও সিএনএন স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom