চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের জনসমাবেশ
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশ প্রায় ৫০০ এর অধিক চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন।
প্রথম নিউজ, ঢাকা: চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ ও বৈষম্যমূলক ব্যাকডেট পদ্ধতির প্রতিবাদে ফের জনসমাবেশ করেছে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশ প্রায় ৫০০ এর অধিক চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন। সেসময় চাকরি প্রত্যাশীদের দুটি মিছিল এসে সমাবেশের সঙ্গে একাত্মতা পোষণ করে। সমাবেশের আশেপাশের প্রায় শতাধিক পুলিশ অবস্থান করছিলেন। জনসমাবেশের বক্তারা বলেন, এখানে সমাবেশের অংশগ্রহণ করা বিভিন্ন জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। কেউ এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বা কেউ এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সারা বাংলাদেশে ৩০ এর উর্ধ্বে ৫ লাখ শিক্ষার্থী রয়েছে। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি নির্বাচনী ইশতেহারের সময় চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত চার বছর অতিক্রম হয়েছে। তবুও কেন সেটা বাস্তবায়ন হচ্ছে না। যত দ্রুত সম্ভব ৩৫ এর দাবি বাস্তবায়ন করুন। আপনারা নির্বাচনী ইশতেহার দিয়েও যদি চাকরিতে আবেদনের বসয়সীমা বাস্তবায়ন না করেন, তাহলে ছাত্রসমাজ আগামী নির্বাচনে সেটার প্রতিফলন দেখিয়ে দেবে।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোর করছি। আমাদের কষ্টগুলো দেখুন। আমাদের পরিবারের কষ্টগুলো দেখুন। আমরা রাতে ঘুমাতে পারি না। আপনি আমাদের সঙ্গে একটু মানবিকতা দেখান। এরআগে এই শাহবাগে জনসমাবেশের ডাক দিয়েছিল চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। গত ৯ই সেপ্টেম্বর সেই সমাবেশে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয় তাদের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews