গ্রাহকদের সঙ্গে বিতরণ কোম্পানির আস্থার সম্পর্ক বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রোববার (২৩ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রকল্পসমূহের জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গ্রাহকদের সঙ্গে বিতরণ কোম্পানির আস্থার সম্পর্ক বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা: বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৩ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রকল্পসমূহের জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে আরএডিপি ১০৩.০৪% বাস্তবায়ন অবশ্যই প্রশংসাযোগ্য। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত দুই বছর পরপর শতভাগ এডিপি বাস্তবায়ন করেছে এবং এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশকে সামনে রেখে প্রকল্প গ্রহণ করতে হবে। দলগত উদ্যোগ জোরদার করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা আবশ্যক। কোনোভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জিওবি ও বৈদেশিক সহায়তাপুষ্ঠ প্রকল্প ৭টি, নিজস্ব প্রকল্প ২৫টি ও গ্যাস উন্নয়ন তহবিলভুক্ত ১২টিসহ মোট ৪৪ টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৪০৫৩.২০  কোটি টাকা। আর্থিক ব্যয় ৪১৭৬.৫৫ কোটি টাকা। আর্থিক অগ্রগতির হার ১০৩.০৪%।  ২০২১-২০২২ অর্থবছরে আর্থিক অগ্রগতি ছিল ১০৩.৫২%। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রমুখ যুক্ত ছিলেন।