গ্রিসে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু

খবরে বলা হয়, গ্রিসের বেশ কয়েকটি গ্রাম অন্তত তিন মিটার গভীর পানিতে ডুবে গেছে।

গ্রিসে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : গ্রিসে ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের মধ্যাঞ্চলে হওয়া এই বন্যায় এখনও শত শত মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে বাড়ির ছাদ থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি সেনা সদস্যরা রাবার বোটে করেও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। 

খবরে বলা হয়, গ্রিসের বেশ কয়েকটি গ্রাম অন্তত তিন মিটার গভীর পানিতে ডুবে গেছে। রাজধানী এথেন্স থেকে প্রায় ৩৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত থেসালি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩০০ জনকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হয়েছে। বন্যার ফলে ঘরবাড়ি ভেসে গিয়েছে, সেতু ভেঙে পড়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। থেসালির উর্বর এলাকায় বিপুল পরিমাণে ফসল নষ্ট হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার বন্যা কবলিত অঞ্চলগুলিকে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব করবে। তিনি বন্যাবিধ্বস্ত কার্দিৎসা অঞ্চলে সফর করেছেন। তিনি বলেছেন, প্রথম কাজ হলো বিপদের মধ্যে থাকা সব মানুষকে উদ্ধার করা, বিশেষ করে যারা কয়েকদিন ধরে পানিবন্দি এবং বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামে বসবাস করছেন, তাদের উদ্ধার করতে হবে।