ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ আর ৩০ দিন চলতে পারবে: মার্কিন সেনাপ্রধান
বিবিসি’র সঙ্গে কথা বলার সময় মার্কিন সেনাপ্রধান এই উদ্বেগের কথা জানান।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : গত ৪ঠা জুন থেকে রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ আক্রমণ শুরু করেছে ইউক্রেন। প্রায় ৭ মাস প্রস্তুতির পর ইউক্রেন এই কাউন্টার অফেন্সিভ শুরু করেছিল। উদ্দেশ্য ছিল, রাশিয়ার হাত থেকে বিশাল এলাকা দখল করে নেয়া। তবে কাউন্টার অফেন্সিভের তিন মাস পার হয়ে যাওয়ার পর ইউক্রেনের উল্লেখযোগ্য কোনো সফলতা নেই। রাশিয়া দাবি করছে, এই গত তিন মাসে অন্তত ৬৩ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই কাউন্টার অফেন্সিভ নিয়ে হতাশা আরও বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি জানালেন, ইউক্রেনের হাতে আর ৩০ দিনের মতো সময় আছে অফেন্সিভ চালিয়ে যাওয়ার জন্য। এরপর ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
বিবিসি’র সঙ্গে কথা বলার সময় মার্কিন সেনাপ্রধান এই উদ্বেগের কথা জানান। তিনি স্বীকার করেন যে, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ দিন দিন গতি হারাচ্ছে। তবে এখনো ফ্রন্টলাইনে যুদ্ধ অব্যাহত আছে। ইউক্রেনীয়রা এখনো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। তার দাবি, ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে তা এখনই বলা যাবে না। এখনো হাতে কিছু সময় আছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আবহাওয়া থাকবে আরও ৩০ থেকে ৪৫ দিনের মতো।
বিবিসি জানিয়েছে, কাউন্টার অফেন্সিভ থেকে সামান্য কিছু ভূমি উদ্ধার করতে পেরেছে ইউক্রেন। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, মাত্র পাঁচ ছয়টি গ্রাম পুনরুদ্ধার করতে গিয়ে ইউক্রেন ৬৩ হাজার সেনা হারিয়েছে। মার্কিন সেনাপ্রধান বলেন, যুদ্ধের একদম প্রথমেই আমি বলেছিলাম এই যুদ্ধ বহুদিন ধরে চলবে। এটি হবে ধীর এবং এতে প্রচুর মানুষ মারা যাবে। এখন একদম তাই হচ্ছে।