বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

প্রথম নিউজ, অনলাইন:    চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে ৭ এপ্রিল থেকে শুরু হয় এ সম্মেলন। আজ বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন।

সম্মেলনের আজ তৃতীয় দিনে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫ পাঁচ জন ব্যক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন।

এছাড়া ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন থাকবে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কোম্পানির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।