গ্রেপ্তারের ৬ দিন পর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল পার্থকে
পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ইডি দুদিনে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে । উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের সোনা।

প্রথম নিউজ, ডেস্ক : মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চ্যাটার্জিকে। গত শনিবার, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির ৬ দিন পর পার্থকে সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে। পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ইডি দুদিনে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে । উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের সোনা। বিরোধীরা শুরু থেকেই পার্থর অপসারণের দাবি তুলেছিল। একই দাবি উঠেছিল দলের অন্দরেও। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক বসে আজ। সকাল থেকেই সকলের নজর ছিল সেদিকেই। কী হবে পার্থ চ্যাটার্জির ভবিষ্যৎ! মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে? আজ মাত্র ১৫ মিনিটেই শেষ হয়ে যায় মন্ত্রিসভার বৈঠক। প্রাথমিক ভাব প্রশ্ন উঠছিল, আজ পার্থকে নিয়ে কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা? বৈঠকের কিছুক্ষণ পরেই নবান্ন'র তরফে জানিয়ে দেওয়া হয়েছে পার্থর অপসারণের কথা। তাঁকে মন্ত্রিসভার সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
একাধিক মন্ত্রিসভার দায়িত্ব ছিল পার্থর কাঁধে। পরিষদীয়, শিল্প ও বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি বিভাগ ছিল তাঁর হাতে। এই তিন বিভাগ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পার্থ চ্যাটার্জির অপসারণ প্রসঙ্গে আজ খোদ মমতা ব্যানার্জি জানিয়েছেন, নতুন করে মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত পার্থ চ্যাটার্জির দায়িত্বে থাকা বিভাগগুলি তাঁর হাতেই থাকছে। অন্যদিকে,বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসবে। বৈঠক ডেকেছেন খোদ অভিষেক। মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের পর, এখন নজর বিকেলের বৈঠকের দিকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews