গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে। এর পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় মাঝিগাতীতে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচরে গেলে বিআরটিসি বাসের চালক মুরাদ ঘটনাস্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
সজীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মারাত্মক আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যানচলাচল বন্ধ ছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews