গণপিটুনিতে প্রাণ গেল ডাকাত দলের সদস্যের
খাগড়াছড়ির মানিকছড়ি কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনিতে হ্লাচিংমং মারমা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে
প্রথম নিউজ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনিতে হ্লাচিংমং মারমা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে। গণপিটুনির পর রাত ১১টার দিকে হলাচিংমং হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। স্থানীয়দের দাবি, সে ডাকাতদলের সদস্য।
এদিকে নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করেছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
মানিকছড়ি থানার ওসি মো. আনসারুল করিম বলেন, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে কয়েকজন যুবক।
এ সময় এলাকার লোকজন ওই চাঁদাবাজদের ধাওয়া দিয়ে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিং মং মারমা থেকে যায়। পরে গণপিটুনিতে নিহত হয়।
আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক মহিউদ্দীন উন্নত চিকিৎসায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহতের মামলা করলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: