গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

গণঅধিকার পরিষদের বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, তাদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার অনুষ্ঠিত হবে।  

গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও শুক্রবার

প্রথম নিউজ, ঢাকা: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরআগে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দিনভর নানা দেন-দরবার, বক্তব্য-পাল্টা বক্তব্য শেষে বিএনপি জানায় বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।  একইভাবে বৃহস্পতিবার রাজধানীতে শান্তি সমাবেশের অনুমতি না পেয়ে একদিন পিছিয়ে ২৮ জুলাই এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও। 

গতকাল গণঅধিকার পরিষদের বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, তাদের বিক্ষোভ সমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার অনুষ্ঠিত হবে।  

তিনি আরও বলেন, পুরো দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠায়, তাদের বেঁচে থাকার লড়াই সংগ্রামের জন্য রাজপথে নেমেছে। প্রশাসনকে আমরা বারবার অনুরোধ করছি আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনাদের বন্দুকের ভয় দিয়ে আজকের জাগ্রত জনতাকে আর থামাতে পারবেন না। আপনারা যদি থামাতে যান, আপনাদের বন্দুক দিয়ে জনগণ আপনাদের পেটাবে। কারণ, জনগণ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে।