গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটিতে আরও ৪৩ নেতা
সম্প্রতি গণঅধিকার পরিষদে অস্বচ্ছতা ও জবাবদিহিতার মুখোমুখি হতে অস্বীকার করায় এবং দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সাবেক সদস্য সচিব নুরুল হক নুরকে সাময়িক অব্যাহতি দেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
প্রথম নিউজ, অনলাইন: ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে নতুন ৪৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্যসহ আইনজীবী, প্রকৌশলী, অধ্যাপক, চিকিৎসক, উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি এবং পেশার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। গতকাল গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ, প্রকৌশলী ফাহিম, আহমেদ ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম শিমুল, ব্যারিস্টার হাসান মাহমুদ, মাহমুদুল হাসান (বাবু), আবুল বশর, রাহাত জাহান, মোজাম্মেল মিয়াজি, তৈমুর রহমান বাঁধন, নাহিদা খানম, লিংকন চৌধুরী, অধ্যাপক আব্দুল হান্নান, নুরুল হুদা, মোহাম্মদ ইমাম উদ্দিন, তৌফিকুর রহমান, জাকির হোসেন ভূঁইয়া, ইকবাল হোসাইন সুমন, সুরাইয়া আকতার, আরিফ বিল্লাহ্, আব্দুল আজিজ, প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, আজাদ কাহালু, জাকির হোসেন, মো. ইমাম হোসেন সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রাসেল হোসেন, শারমিন আক্তার শাখী, সৈয়দ অহিদুজ্জামান, আমানুল্লাহ আল মারুফ, মো. ইয়াকুব আলী, সুলতান মাহমুদ সরদার, হুসাইন নাজমুল, ডা. এনামুল হক সবুজ, রায়হান উদ্দীন মজুমদার, নাছির উদ্দীন খান, আব্দুন নুর তালুকদার, প্রকৌশলী ওমর ফারুক, শামীম মাহবুব, মো. শামীম রেজা, কাজী হালিম এবং আব্দুল্লাহ আল মাহমুদ (জিহান)। উল্লেখ্য যে, সম্প্রতি রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যদিয়ে চলছে গণঅধিকার পরিষদ। চলেছে পাল্টা-পাল্টি বহিষ্কারও। এখন গণঅধিকার পরিষদের একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন ড. রেজা কিবরিয়া আর অন্যপক্ষের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক নুর।
এদিকে আত্মপ্রকাশের সময় গণঅধিকার পরিষদ ১০২ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছিল। পরে সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও অধ্যাপকসহ ১৯ জনকে যুক্ত করা হয়। সম্প্রতি গণঅধিকার পরিষদে অস্বচ্ছতা ও জবাবদিহিতার মুখোমুখি হতে অস্বীকার করায় এবং দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সাবেক সদস্য সচিব নুরুল হক নুরকে সাময়িক অব্যাহতি দেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। সেইসঙ্গে দল ভাঙনের চেষ্টা করায় আরও ৩০ জনকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এরপর নতুন করে ৪৩ জনকে দলের আহ্বায়ক কমিটিতে সংযুক্ত করা হলো।