গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচি পালিত হয়।

গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

প্রথম নিউজ, গাজীপুর: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আজম খান। জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মজিবুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, শাহজাহান ফকির, হুমাযুন কবির মাস্টার, হেলাল উদ্দিন প্রমুখ।

 মহানগর বিএনপির অবস্থান কর্মসুচি: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবি আদায়ে গাজীপুর মহানগর বিএনপির অবস্থান কর্মসুচি পালিত হয়। দুপুর ২টা হতে ৪টা পর্যন্ত এ কর্মসুচি চলে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরনি সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সভাপতিত্বে আরও বক্ব্য রাখেন যুগ্মআহবায়ক রাকীব উদ্দিন সরকার পাপ্পু, আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক সুরুজ আহমেদ, সরকার জাবেদ আহমেদ সুমন, হাসান আজমল ভূইয়া, মনিরুল ইসলাম প্রমুখ। শিরিন সুলতানা বলেন, সরকারের পতনঘন্টা বেজে উঠেছে। ডা.মাজহার বলেন, কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনকে তারেক রহমানের নেতৃত্বে জনগণ এনালগ আন্দোলনের মাধ্যমে উৎপাটন করে দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে আনবে,ইনশাল্লাহ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: