খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১৩

 খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১৩

প্রথম নিউজ, খুলনা : খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৩০ আগস্ট) খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১১৩ জন রোগী। চলতি বছর মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এক হাজার ১৩৩ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ভর্তি রয়েছে।