খুলনায় গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং
এদিকে আজ দিনের তাপমাত্রাও ছিল এমাসের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস।
প্রথম নিউজ, খুলনা: প্রয়োজনের তুলনায় প্রায় দেড়শ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির মধ্য দিয়ে দিন পার করেছেন খুলনা অঞ্চলের ২১ জেলার মানুষ। প্রচণ্ড দাবদাহের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের। রাতেও এই লোডশেডিংয়ের মুখে পড়ছেন খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার মানুষ।
এদিকে আজ দিনের তাপমাত্রাও ছিল এমাসের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলা, ঢাকা বিভাগের পাঁচ জেলা এবং বরিশাল বিভাগের ছয় জেলায় আজ সারাদিনে বিদ্যুতের চাহিদা ছিল ৬৫৮ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয়েছে ৫১৬ মেগাওয়াট। ঘাটতি ছিল ১৩০-১৪০ মেগাওয়াট।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহা. শামছুল আলম বলেন, আজ খুলনা অঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের চাহিদা ছিল দিনের বেলায় ৬৫৮ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ৫১৫-৫১৬ মেগাওয়াট। যে কারণে পুরো এলাকাজুড়ে লোডশেডিং করতে হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, দিনের চেয়ে রাতে চাহিদা আরও বেড়ে যায়, কিন্তু সেই সময়ে একটা প্লান্ট চালানো হয়। ফলে রাতে দিনের চেয়ে খুব বেশি লোডশেডিং করতে হবে না। এদিকে খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবীদ আমিরুল আজাদ বলেন, আজ খুলনায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। তাপমাত্রা বেশি হওয়ার কারণে বাতাসের গতিবেগও কম ছিল। তিনি বলেন, গত এপ্রিল ও মে মাসে একদিন করে ৪০ ডিগ্রি হয়েছিল তাপমাত্রা।