খুলনায় অস্ত্রসহ কবির বাহিনীর প্রধান গ্রেপ্তার
খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল কবির বাহিনীর প্রধান কবির শেখকে (৪২) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব
প্রথম নিউজ, খুলনা : খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল কবির বাহিনীর প্রধান কবির শেখকে (৪২) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব-৬ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কবির শেখ একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি ‘কবির বাহিনী’ নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি মামলা, নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরিসহ ২০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দাকোপ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে আসামির নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কবির শেখ। পরে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে দাকোপ থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।