Ad0111

খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা বাংলাদেশে নেই: মান্না

খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা বাংলাদেশে নেই: মান্না

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে মেকানিজম তা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন,‘বেগম জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। ডাক্তার বলেছেন আগামী কয়েকদিন খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ডাক্তাররা খালেদা জিয়ার একটা অপারেশন করেছিলেন। সেই সময় উনার একটা নার্ভ চিড়ে গেছে। সেটা ঠিকমত কাজ করছে। কিন্তু এই সার্পোটটা সাময়িক। ওই চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। প্রধানমন্ত্রী এ বিষয় নিষ্ঠুর রসিকতা করে বলেছেন খালেদার জন্য যতটুকু দরকার করেছি। কিন্তু বাস্তবতা হলো এই দেশে শেখ হাসিনার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। 

আইন মানুষের জন্যই মানুষ আইনের জন্য নয় উল্লেখ করে মান্না বলেন, এরশাদের পতনের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ এর সাথে থেকে বলেছিলাম আইন মানুষের জন্যই, মানুষ আইনের জন্য নয়। তখন তত্ত্বাবধায়ক সরকার করার কোনো আইন সে সময় ছিল না। পরবর্তীতে সেটা আইনে অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছিল। তখন এতবড় পরিবর্তন যদি করা যায় এখন একটা মানুষকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো যাবে না এমন কোনো কথা হতে পারে?

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এখন বিবর্ণ। কারো কোনো কথা বলার সাহস নেই। আর যদি বলেন ও আর তা যদি সরকারের পছন্দ না হয় উঠিয়ে নিয়ে যাবে তাকে। এরপর হয়তো কোথাও মরদেহ পাওয়া যাবে আর আপনি তার বিচার ও চাইতে পারবেন না। 

এদেশে গত দেড় বছরে করোনার সময়ে প্রায় তিন কোটি ৪০ লক্ষ লোক দরিদ্রসীমার নিছে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলে আমরা এত উন্নতি করি সেটা চোখে পড়ে না আপনাদের কাছে। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল দশ শতাংশ লোকই ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনো কোনো মন্ত্রী বলেন আমরা উন্নয়নের রোল মডেল আর বিমান দিয়ে যাওয়ার সময় দেশকে সিঙ্গাপুর, লস এঞ্জেলস দেখেন আর সাধারণ মানুষ বলে এটা লস বাংলাদেশ। 

সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে মানুষ মারা প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন একটা মানুষকে ময়লার গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো। আর উত্তর সিটি কর্পোরেশন কেন বাকি থাকবো? তারাও একজনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। দুইটা ট্রাক দুইজন মানুষকে মেরেছে পর পর দুই দিনে। কিন্তু কোনো রকম জবাবদিহিতা নেই তাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনার বাংলা পার্টির উপদেষ্টা, আবুল কাশেম ফজলুল হক ও সোনার বাংলা পার্টির সভাপতি শাহ আব্দুর নুর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news